দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরকারি ও বেসরকারিভাবে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটি সূচনা করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বরস্থ শহিদ মিনারে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এবং উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলবাড়ী উপজেলা চত্বরে বিজয় মেলার উদ্বোধন ও উন্মুক্ত ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ক্রীড়ানুষ্ঠানের শেষে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমালের সভাপতিত্বে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মুহিব্বুল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য