জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর,ঢাকা জেলা ও গাজীপুর মহানগর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় আহবান করেছেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটি।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির অধিভুক্ত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক পার্টি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক পার্টি ও ঢাকা জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি এবং গাজীপুর মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবদের সঙ্গে মতবিনিময় সভার আহবান করেছেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
আগামী ১৯ মে (রবিবার) সন্ধ্যায় ৬ টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক আলমগীর সিকদার লোটন ও সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানান, জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি ও মহাসচিব বীর মুক্তিযুদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি জাতীয় পার্টির অঙ্গ সংগঠনকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায়, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কমিটি ভেঙে নতুন আহবায়ক কমিটি অনুমোদন করেছেন। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি মনে করেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সকল নেতাকর্মী দেশের স্বার্থে জাতীয় পার্টির স্বার্থে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির যেকোনও যৌক্তিক আন্দোলনে পাশে থাকা সংগঠনটির নৈতিক দায়িত্ব।
জাতীয় পার্টির আদর্শ ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ’র স্বপ্নবাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল ১৯ মে রবিবার সন্ধ্যা ৬ টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
মতবিনিময় সভায় সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সদস্য সচিব জনাব মোঃ হেলাল উদ্দিন।
মন্তব্য