জামালপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি ইটভাটার মালিককে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত জামালপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমি। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, দীর্ঘদিন থেকে কয়েকটি ভাটা জামালপুরে সরকারি নিবন্ধন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট ভাটা চালিয়ে আসছে । সরকারি নিবন্ধন না থাকা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সোমবার পরিবেশ অধিদপ্তর এসব ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ইট ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা অমান্য করার কারণে সদর উপজেলার ডাকপাড়া মেসার্স স্টার ব্রিকসের মালিককে ৬ লাখ টাকা, বিলপাড়া মেসার্স রুপালি ব্রিকসের মালিককে ৬ লাখ টাকা, জঙ্গলপাড়া বোডঘর এলাকার মেসার্স কিং ব্রিকসের মালিককে ৬ লাখ ও একই এলাকার মেসার্স স্টার ওয়ান ব্রিকসের মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পানি দিয়ে আগুন নিভিয়ে ভেকু দিয়ে এসব ভাটাগুলো ধ্বংস করা হয়।
মন্তব্য