ঈদ মুসলিম সম্প্রদায়ের উৎসব। ঈদকে সামনে রেখে সমাজের একটি শ্রেণীর হয়ে উঠে বিপদজনক। ময়মনসিংহ নগরী ও আসপাশ এলাকায় হত্যা, ছিন্তাই, চুরি ঘটনা বিগত বছর গুলো যেন রুটিনে পরিনত হয়েছিল। সেই রেকর্ড ভেঙ্গে ময়মনসিংহ নগরীতে এবার শান্তিপুর্ন ঈদুল ফিতর উৎযাপিত হয়েছে। হয়নি হত্যাকাণ্ডের মত নির্মম ঘটনা। চুরি, ছিনতাইয়ের বিছিন্ন ঘটনা গুলো আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারনে মাথাচাড়া দিতে পারেনি।
ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নজরদারি। ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক দিকনির্দেশনায় অক্লান্ত পরিশ্রম করেছে পুলিশের কর্মকর্তাসহ সকল সদস্য। পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থার নজরদারি অভিযান এবং সেনাবাহিনীর উপস্থিতির কারণে সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত হয়েছে। পবিত্র রমজান এবং ঈদুল ফিতর উদযাপনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে পেয়েছে এ অঞ্চলের মানুষ।
সাধারন মানুষের মাঝে কোন প্রকার আতংক ছাড়াই পবিত্র ঈদুল ফিতর যেন আনন্দ এবং সমপ্রীতি বাড়তি মাত্রা যুক্ত হয়েছে।
এবিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মো. শফিকুল ইসলাম খান বলেন, পবিত্র রমজান এবং ঈদুল ফিতরের শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে পুলিশ সুপার এর বিচক্ষণ দিকনির্দেশনায় সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রাখা হয়। ব্যবসায়ীক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক ব্যক্তিবর্গের সঙ্গে একাদিক মতবিনিময় সভা করার মাধ্যমে সমস্যা গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলার দ্বায়িত্বে থাকা সকল সদস্যের কঠোর পরিশ্রমের কারনে স্বাভাবিক পরিবেশ সৃষ্টির হয়েছে। সাধারন মানুষ উপকৃত হয়েছে এবং এর সুফল উপভোগ করেছেন।
মন্তব্য