ঢাকা , সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ, ১৪৩১

খাদ্যের সন্ধ্যানে বাসাবাড়ীতে অবস্থান নিচ্ছে মুখপোড়া হনুমান

দিনাজপুর থেকে অমর গুপ্ত ।।
আপডেটঃ সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ

 

দিনাজপুরের ফুলবাড়ীতে খাদ্যের সন্ধ্যানে লোকালয়ের ঘুরে বেড়ানোসহ বাসাবাড়ীতে অবস্থান নিচ্ছে দলছুট মুখপোড়া হনমুন। বড় গাছে, বাসাবাড়ী বা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের ওপরে ও ঘরের চালে দেখা যাচ্ছে এই দলছুট মুখপোড়া হনুমানটিকে। যেখানে যাচ্ছে হনুমানটি সেখানেই ভিড় জমছে কৌতূহলী মানুষ। দিচ্ছেন পাউরুটি, গাজর, আলু, কলা ও বিভিন্ন ফলসহ নানান খাবার।

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ফুলবাড়ী পৌরশহরের উপজেলা পরিষদ রোডের চকচকা এলাকার বাসিন্দা গণমাধ্যমকর্মী সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু’র বাসাবাড়ীর সীমানা প্রাচীরের ওপর বসে থাকতে দেখা মিলে হনুমানটির।

বাড়ীর সীমানা প্রাচীরের ওপর অবস্থানকালে অমর চাঁদ গুপ্ত অপু, তার স্ত্রী রীতা রানী কানু ও তার ছেলে অংকুর গুপ্ত হনুমানটিকে খাবার জন্য গাজর, আলুসহ বিভিন্ন প্রকার ফল দেন। এ সময় প্রাচীরের ওপর খাদ্যের সঙ্গে এক বাটি পানিও রাখা হয়। ফলমূল খাওয়া শেষে পানি খেয়ে দীর্ঘক্ষণ অবস্থান করার পর সেখান থেকে ছুটছে কখনো বিল্ডিংয়ের ছাদে, কখনো গাছের মগডালে এবং কখনো বাসাবাড়ীর সীমানা প্রাচীর অথবা ছাদে, আবার কারো টিনের চালে। হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক মানুষও ছুটছে পিছু পিছু। মানুষ দেখে হনুমানও অস্থিরতাবোধ করছে।

দেখা যাচ্ছে, হনুমানটিকে কেউ বিরক্ত করলে সে মুখে ভেংচি কেটে ভয় দেখাচ্ছে। আবার হু হু করে গর্জন দিচ্ছে। ইতোপূর্বে উপজেলার বেতদিঘী ইউনিয়নের মেলাবাড়ী পরবর্তীতে খয়েরবাড়ী ইউনিয়নের লালপুরে এবং বর্তমানে পৌরএলাকায় দেখা যাচ্ছে হনুমানটিকে।তবে বন্যপ্রাণী লোকালয়ে নয়, সংরক্ষণের দাবি সচেতন মহলের।

এলাকার হোটেল ব্যবসায়ী সৈয়দ হোসেন ভুট্টু বলেন, হঠাৎ করেই দুপুর রীতা রানী কানু’র বাড়ীর সীমানা প্রাচীরের ওপর দেখা যায় হনুমানটিকে। এটি একটি মুখপোড়া হনুমান। উৎসুক মানুষজন হনুমানটিকে গাজর, আলু, কলা, পাউরুটি, বিস্কুটসহ নানা খাবার খেতে দিচ্ছেন। হনুমানটির মধ্যে শান্ত ভাব রয়েছে। কারো কোনো ক্ষতি করছে না। খাবার খেয়ে সে এক গাছ থেকে অন্য গাছে চলে যাচ্ছে। পরে আর দেখা মিলেনি।

হনুমানটি প্রথমবারের মতো দেখতে পাওয়া শিশু-কিশোর পুলক গুপ্ত, অংকুর গুপ্ত ও দেব গুপ্ত পাগলু বলে, আমাদের বাড়ীর সমীমানা প্রাচীরের ওপর বসে থাকতে দেখা যায় হনুমানটিকে। একে দেখতে বহু মানুষজনসহ পথচারী জমে যায়। আমরা প্রথমবারের মতো এতো কাছ থেকে হনুমান দেখেছি। আগে চিরিয়াখানায় দেখেছিলাম কিন্তু আজ সামনাসামনি বাড়ীর সীমানা প্রাচীরে বাসে খাদ্য খেতে দেখলাম। প্রথমে ভয়ে কেউ কাছে যাচ্ছিলাম না। কিন্তু পরে খাবার নিয়ে গেলে হনুমানটি এসে শান্ত মনে হাত থেকে খাবার নিয়ে খেয়েছে।

গণমাধ্যমকর্মী সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু বলেন, হনুমানটি বাড়ীর সীমানা প্রাচীর ওপর অবস্থানকালে প্রথমে জবা ফুলের পাতা খেতে শুরু করে পরে তাকে গাজর, আলু ও কলা দেওয়া হলে সে সেগুলো খেয়ে ফেলে। পরে বাটিতে পানি দেওয়া হলে সেটিও সে পান করে। এক সময় সে নিজেই সেখান থেকে চলে যায়।

মধ্যপাড়া বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন বলেন, দলছুট হয়ে লোকালয়ে আসা হনুমানকে এলাকাবাসী যেন কোনো ক্ষতি বা বিরক্ত না করেন, সে বিষয়ে সবার সচেতনতা দরকার। কিছুদিন পর আবার সে তার এলাকায় ফিরে যাবে। যদি লোকালয়ে হনুমানের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, তবে এটি ধরে বনাঞ্চল ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে  পৃথক অপরাধে গ্রেফতার-১৪ যতদিন বেঁচে আছি সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার হতে দিবো না : মেজর হাফিজ মাদক ও চোরাচালান দমনে ময়মনসিংহে ডিবি’র অভিযানে গ্রেপ্তার-২ ময়মনসিংহের শম্ভুগঞ্জে প্রতারক চক্রের কবলে ব্যবসায়ী আহসান হাবিব : থানায় মামলা ময়মনসিংহে নবাগত পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর যোগদান ৫৩ বছরে শাসকরা এদেশ থেকে বৈষম্য দূর করতে পারেনি -মুফতি ফয়জুল করিম ময়মনসিংহে হিফযুল কোরআন প্রতিযোগিতা ২০২৪-২৫ অনুষ্ঠিত দিনাজপুরে জাতীয় সাংবাদিক সংস্থার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পটুয়াখালী ভার্সিটির রেজিস্ট্রার দ্বায়িত্ব পেলেন অধ্যাপক আব্দুল লতিফ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার : গ্রেফতার-১ ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ময়মনসিংহে নাশকতা ও অপহরণসহ পৃথক অপরাধে গ্রেপ্তার -৮ পূর্বধলায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন ফের গ্রেপ্তার হলেন ময়মনসিংহ মটর মালিক সমিতির মহাসচিব মাহাবুব ইজতেমা মাঠ দখল নিয়ে সংঘর্ষ : জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা পুলিশের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মা ও ছেলের ছয় মাসের কারাদণ্ড ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উৎযাপিত ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে কাইল্লা আরমান গ্রেপ্তার ঝিনাইগাতীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন তজুমদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত  গোপালগঞ্জে প্রাক-বড়দিন অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিশু-কিশোর শিক্ষার্থীকে নিপীড়ন ও হেনস্থা অভিযোগে পটুয়াখালী ভার্সিটির এক শিক্ষক বরখাস্ত পটুয়াখালী ভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপিত ময়মনসিংহে অপরাধ নিয়ন্ত্রণে কোতোয়ালী পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-৪ ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালন খাদ্যের সন্ধ্যানে বাসাবাড়ীতে অবস্থান নিচ্ছে মুখপোড়া হনুমান যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ জেলা পুলিশের বিজয় দিবস উদযাপন