ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শফিকুল আলম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪-মার্চ) ভোরে নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের অরণ্যপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানাযায়, জমিতে পানি সেচ দেওয়ার জন্য মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শফিকুল আলম।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার অফিসার ইন-চার্জ মোজাহিদুল ইসলাম জানান, আইন অনুযায়ী এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য