ময়মনসিংহে মাদক বিরুধী অভিযানে হেরোইনসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার হয়েছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক তত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই পিন্টু কুমার রায় সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন বড় কালিবাড়ী সংলগ্ন এস.কে হাসপাতাল এর সামনে হইতে রবিবার (১৩ জুলাই ) রাত সোয়া আটটায় ১৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। নিহাদ ইসলাম জ্যাম (২২), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-পাটগুদাম আটআনি পুকুরপাড়া, ২। রফিকুর ইসলাম সনেট (২১), পিতা-মৃত দুলু , সাং- মাসকান্দা গংসার মোড়, ৩। মোঃ রনি মিয়া (২৬), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং- ৩১নং চর ঈশ্বরদিয়া, সর্ব থানা-কোতোয়ালী মডেল , জেলা- ময়মনসিংহকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ জানান, উদ্ধারকৃত ১৫ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত তিন জন আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য