ঢাকা , বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫, ৯ শ্রাবণ, ১৪৩২

সৌদিতে ভালো কাজের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছে ১৭ লাখ টাকা : সর্বস্ব হারিয়েছে সিদ্দিক

নজরুল ইসলাম ||
আপডেটঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ণ

আদম ব্যবসায়ী প্রতারক মফিজুল ইসলাম : ফাইল ছবি

ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়া গ্রামের মো. আবু বক্কর সিদ্দিককে বিদেশে ভালো কাজে আশ্বাস দিয়ে সৌদি আরবে নিয়ে আটক রেখে এক প্রতারক চক্র ১৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগে জানা যায়, ভুক্তভোগী মো: আবু বক্কর সিদ্দিক ও প্রতারক চক্রের সদস্য মোঃ মফিজুল ইসলাম (৫৫), মফিজুলের বোন মোছাঃ শিল্পী আক্তার, উভয় পিতা।- মোঃ আব্দুল কাদের বেপারী, গ্রাম- চর ঈশ্বরদিয়া(মসিক এর ৩১নং ওয়ার্ড) থানা:- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ একই গ্রামের বাসিন্দা। প্রতারণার শিকার মো: আবু বক্কর সিদ্দিক কোতোয়ালী থানাধীন চর ঈশ্বরদিয়া বাজার এলাকায় একটি মুদি দোকানের ব্যবসা করতেন। সিদ্দিকের মুদির দোকান থাকার সুবাদে প্রতারক চক্রের সদস্য মোঃ মফিজুল ইসলাম (৫৫) ও মফিজুলের বোন মোছাঃ শিল্পী আক্তার প্রায় সময় দোকানে আসা যাওয়া করে এবং দোকান থেকে মালামাল ক্রয় করার সুবাদে সিদ্দিকের সাথে সুম্পর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে মফিজুল বলে যে, তার দুই ছেলে নাজমুল হাসান(৩০) ও মিরাজ হাসান(২৫) সৌদি প্রবাসী। দেশের বাহিরে কেউ গেলে মফিজুল ইসলাম ও তার বোন শিল্পী আক্তারকে জানাবেন বলে প্রস্তাব দেন। একপর্যায়ে মফিজুল ইসলাম, মফিজুলের বোন শিল্পী আক্তার এবং মফিজুলের সৌদি প্রবাসী দুই ছেলে নাজমুল হাসান ও মিরাজ হাসান প্রস্তাব করেন আবু বক্কর সিদ্দিককে বিদেশ নিয়া যাওয়ার জন্য। আবু বক্কর সিদ্দিক প্রস্তাবে রাজি হওয়ার পর মফিজুল ইসলাম ও শিল্পী আক্তার বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ নগদ ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা আবু বক্কর সিদ্দিক এর কাছ থেকে বুঝে নেন। পরবর্তীতে আবু বক্কর সিদ্দিককে চাকুরী দিবে মর্মে ভূয়া, বানোয়াট কাগজপত্রের মাধ্যমে সৌদি আরব পাঠায়। আবু বক্কর সিদ্দিক গত ০৫/১০/২০২৩ ইং তারিখে সৌদি আরব পৌঁছাইলে প্রতারক মফিজুল ইসলাম এর দুই ছেলে নাজমুল হাসান ও মিরাজ হাসান আমাকে এয়ারপোর্ট হইতে রিসিভ করে অজ্ঞাতস্থানে নিয়া যায়। পরবর্তীতে আমি ১ বছর চলে গেলেও আবু বক্কর সিদ্দিককে কোন প্রকার চাকুরী ব্যবস্থা করে দেয়নি। চাকুরীর কথা বললে বিভিন্ন সমস্যার কথা বলিয়া তালবাহানা করিয়া ঘুরাইতে থাকে আবুবকর সিদ্দিককে। একপর্যায়ে  মফিজুল ইসলাম ও শিল্পী আক্তারের হুকুমে মফিজুলের দুই ছেলে নাজমুল হাসান ও মিরাজ হাসান জিম্মি করিয়া আবু বক্কর সিদ্দিকের পরিবারের লোকজনদের নিকট থেকে ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা আদায় করিয়া নেয় এবং জিম্মিদশা থেকে বিগত ২৯/১২/২০২৪ইং তারিখে আবু বক্কর সিদ্দিক কৌশলে নাজমুল হাসান ও মিরাজ হাসানের নিকট  থেকে পালিয়ে দেশে চলে আসেন। দেশে এসে আবু বক্কর সিদ্দিক দেখেন প্রতারক চক্রের মুলহোতা মফিজুল ইসলাম ও তার বোন শিল্পী আক্তার বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। আবু বক্কর সিদ্দিক বলেন, আমার সাথে মফিজুল ইসলাম ও শিল্পী আক্তার গংরা প্রতারণা করে অত্র এলাকায় থাকা বসতবাড়ী ছেড়ে অজ্ঞাত স্থানে আত্মগোপন রয়েছে। প্রতারক মফিজুল ইসলাম ও শিল্পী আক্তার গংরা আমার সরলতার সুযোগ নিয়া ধাপে ধাপে আমার সর্বমোট ১৭,০০,০০০/-(সতেরো লক্ষ) টাকা বে-আইনীভাবে আত্মসাৎ করার চেষ্টায় লিপ্ত রয়েছে।

আবু বক্কর সিদ্দিক আরও বলেন, প্রতারক মফিজুল গংরা আমাকে সর্বস্ব কেড়ে নিয়ে পথে বসিয়ে দিয়েছে। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা নিয়ে মফিজুল গংদের অনেক খোঁজাখুঁজি করলেও কোন সন্ধান পাইনি। নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়েছি। প্রতারকচক্রের কাছ থেকে টাকা উদ্ধারের সহায়তা প্রার্থনা করে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার নিকট আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ দিয়েছি।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ নগরীতে চাদাঁ না পেয়ে কোটি টাকার সম্পত্তি জবর দখল : থানায় অভিযোগ ময়মনসিংহ সরকারি কলেজের সাথে সোনালী ব্যাংকের অনলাইন সেবা কার্যক্রমে চুক্তি সম্পাদন ঝিনাইগাতীতে বিএনপি নেতা বহিস্কার প্রত্যাহারের কর্মসূচিকে ঘিরে পক্কে বিপক্ষে বিক্ষোভ   ময়মনসিংহে ডিবির পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে অপরাধ দমনে সিসি টিভি ক্যামেরা উদ্বোধন মা ও মেয়েকে ধর্ষণ : অভিযুক্ত ধর্ষককে গলা কেটে হত্যা ময়মনসিংহে যুবদল নেতা শহীদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ময়মনসিংহে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার : চোরাই লেগুনা উদ্ধার ময়মনসিংহে এইচএসসি পরীক্ষায় ওএমআর সীট পূরণের অভিযোগে দুই শিক্ষক বহিষ্কার ফুলবাড়ীয়ায় অনুমোদনহীন হারবাল ওষুধসহ আটক এক ময়মনসিংহে ৩০২ বোতল বিদেশী মদসহ একটি প্রাইভেটকার আটক ময়মনসিংহের ডিবির অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার ভালুকায় মা ও দুই শিশুসহ তিন খুনের মুলহোতা নজরুল গ্রেপ্তার ময়মনসিংহে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণ ময়মনসিংহের ভালুকায় মা’সহ দুই সন্তানের লাশ উদ্ধার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ময়মনসিংহে ডিবির অভিযানে অবৈধ পিস্তলসহ গ্রেপ্তার-১ ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন। গ্রেপ্তার-২ ময়মনসিংহে পিবিআইয়ের অভিযানে ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন : ঘাতক গ্রেপ্তার ময়মনসিংহ র‍্যাবের অভিযানে অপহৃত স্কুল ছাত্রীসহ অপহরণ চক্রের মুলহোতা আটক ফুলবাড়ীয়ায় বিপুল পরিমান যৌন উত্তেজক ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার ময়মনসিংহ নগরীতে পুলিশের অভিযানে চিহ্নিত ৪ ছিনতাইকারী গ্রেপ্তার ঝিনাইগাতী তিন ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পৃথক অপরাধে গ্রেপ্তার-২৩ ঝিনাইগাতীতে সদর বাজারের সরকারি শেডগুলো ব্যক্তি মালিকানায় ময়মনসিংহে র‍্যাবের অভিযানে অপহরণকারীচক্রের দুই সদস্য আটক মানিকের বাবা গোরাঙ্গ লাল মন্ডলের মৃত্যুতে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির শোক ময়মনসিংহে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত